November 2, 2025
জেলা

মালদায় কীটনাশক খেয়ে আত্মঘাতী কৃষক

বিশেষ সংবাদদাতা, মালদা: রাজ্যে ফের কৃষক আত্মঘাতী। বাড়িতে থাকা কীটনাশক খেয়ে মৃত্যু হল ওই কৃষকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে গতকাল সকালে মালদা জেলার হবিবপুর থানার মঙ্গলপুরা এলাকায়। পরিবার ও পুলিশ সূত্রের খবর, মৃত ওই কৃষকের নাম গোপাল মন্ডল। তাঁর বয়স ৪৫ বছর। পরিবারের রয়েছে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে।

জানা গিয়েছে, অন্যান্য দিনের মতো আজ সকালে পরিবারের সদস্যরা জমিতে কাজ করতে যান। তাঁরা কাজ থেকে বাড়ি ফিরে দেখেন, ওই কৃষক বাড়ির মেঝেতে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে। পাশেই পড়েছিল কীটনাশকের বোতল। সেটা দেখে তড়িঘড়ি উদ্ধার করে কৃষককে নিয়ে যায় স্থানীয় বুলবুল চন্ডী আরএনরায় হাসপাতালে। সেখান থেকে অবস্থার অবনতি হলে তাঁকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসকরা তাঁকে দেখে মৃত বলে ঘোষণা করেন। এরপর মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Related posts

Leave a Comment