সংবাদ কলকাতা, ২৪ সেপ্টেম্বর: কলকাতা পুলিশের এসটিএফ একটি গোপন সূত্রের খবর পেয়ে গতকাল গভীর রাতে কলকাতার ময়দান থানার অন্তর্গত ইডেন গার্ডেনের কাছে ‘Gostho Paul Sarani’ এলাকা থেকে জাল মুদ্রার পাচারকারী এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। এসটিএফ সূত্রের খবর, মালদা থেকে এই ব্যক্তি জাল নোট সরবরাহ করত এবং পাচার করত। তল্লাশির সময় তার কাছ থেকে 1,50,000 টাকার জাল নোট উদ্ধার হয়েছে। ৫০০ টাকার নোটে এই বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধার হয়েছে।
ধৃত মুজিবুর রহমান (৪৫) ওরফে মজাহার ও মজি নামে পরিচিত ওই ব্যক্তি মালদার কালিয়াচকের মহব্বতপুর গ্রামের বাসিন্দা। আজ এই ব্যক্তিকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করে কলকাতা পুলিশের এসটিএফ। ধৃত মুজিবরের সঙ্গে আর কোনও বড় মাথা যুক্ত রয়েছে কিনা তা তদন্ত করে দেখছেন আধিকারিকরা। পাশাপাশি, মালদাতে তাদের কোন, বড় নেটওয়ার্ক আছে, সে ব্যাপারেও তদন্ত করে দেখবেন আধিকারিকরা।
previous post