মালদা, ২৭নভেম্বর: মালদহের পুরাতন মালদার ভাবুক অঞ্চলের কমলদিঘী জুনিয়র হাইস্কুল। ১৯৮৩ সালের প্রতিষ্ঠা হয় এই স্কুলের। দীর্ঘ ২০ বছর স্কুল চলার পর সরকারি অনুমোদন বাতিল হয়ে যাওয়ার কারণে স্কুল বন্ধ হয়ে যায়। গ্রামেরই এক ব্যক্তি স্কুলের জন্য জায়গা দান করেছিল। কিন্তু এলাকাবাসীর অভিযোগ স্কুল যেহেতু বন্ধ হয়ে গেছে, সেই সুযোগে ওই জায়গা ম্যানেজিং কমিটির লোক জমি মাফিয়াদের সঙ্গে হাত মিলিয়ে বিক্রি করে দিয়েছে। এমনকি ভর্তি করা হয়েছে জলাভূমি। তারই প্রতিবাদে গ্রামবাসী জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে। সোমবার সকালে বিক্ষোভও প্রদর্শন করে এলাকাবাসী। তাদের দাবি হয় পুনরায় সেই জায়গায় স্কুল খুলতে হবে না তো খেলার মাঠ করতে হবে। জায়গা বিক্রি করতে দেওয়া যাবে নাম।
previous post