31 C
Kolkata
October 31, 2025
জেলা

মালদহে ভাইয়ের হাতে গুলিবিদ্ধ দাদা

বিশেষ সংবাদদাতা, মালদা: গতকাল মালদায় ভরদুপুরে চলল গুলি। গুলিবিদ্ধ এক ব্যক্তি। মালদায় রতুয়ার বাহারালের উত্তর সাহাপুরের ঘটনা। গুলিবিদ্ধ ব্যক্তির নাম শেখ মোস্তাক। অভিযোগ উঠেছে, তাঁর দাদা শেখ গ্যানার বিরুদ্ধে। গুলিবিদ্ধ ভাই শেখ মোস্তাক মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তবে কী নিয়ে গন্ডগোল, তা এখনও জানা যায়নি।

ঘটনাস্থলে পৌঁছেছে রতুয়া থানার পুলিশ। গুলিবিদ্ধ ওই ব্যক্তির স্ত্রী ফাতেমা বিবির অভিযোগ, তাঁর স্বামী ছাদের ওপরে ছিল। হঠাৎ তাঁর দেওর ঘর থেকে বন্দুক নিয়ে এসে নিচ থেকে গুলি মারে‌‌। বুকে গুলি লাগে শেখ মোস্তাকের।

Related posts

Leave a Comment