মালদহে এক বেসরকারি বাসের চালককে মারধরের অভিযোগ ওঠে টোটো চালকের বিরুদ্ধে। পরিবহণ কর্মীরা সেই ঘটনার প্রতিবাদে বেসরকারি বাসের পরিষেবা বন্ধ রেখেছেন। যার জেরে ভুগছে সাধারণ যাত্রীরা। এখন বেসরকারি বাসের চালকদের অভিযোগ অভিযুক্ত টোটো চালক যতক্ষণ না গ্রেপ্তার হচ্ছে ততক্ষণ বাস চালানো হবে না।
previous post
next post