18 C
Kolkata
December 24, 2024
রাজ্য

মালদহে দুই মহিলাকে বিবস্ত্র করে মারধর, কাঠগড়ায় রাজ্য প্রশাসন

মালদহ, ২২ জুলাই: সম্প্রতি মনিপুরে ঘটে যাওয়া একটি ঘটনা তোলপাড় করে দিয়েছে রাজ্য ও জাতীয় রাজনীতিকে। এই ঘটনার ভিডিও ফুটেজ স্যোসাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর দেখা গিয়েছে সেখানে দুজন মহিলাকে নগ্ন করে রাস্তায় হাঁটানো হয়েছে। এই ন্যাক্কার জনক ঘটনার তীব্র নিন্দা করেছে রাজ্য থেকে শুরু করে জাতীয় স্তরের নেতা নেত্রীরা। বাদ যাননি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ও। একুশে জুলাইয়ের মঞ্চ থেকেও ঝাঁঝালো ভাষায় আক্রমণ করেছেন মনিপুরের বিজেপি সরকারকে। কিন্তু, গত ১৯ জুলাই মালদহের বামনগোলা থানার পাকুয়াহাটের এক ন্যাক্কারজনক ঘটনা সাড়া ফেলে দিয়েছে রাজ্য রাজনীতিতে। এই ঘটনার ভিডিও ফুটেজে দেখা গিয়েছে পুলিশের সামনেই দুজন মহিলাকে চুরির অভিযোগে বিবস্ত্র করে উত্তেজিত জনতা মারধর করছে। যে ঘটনায় তীব্র কটাক্ষ করেছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এক সাংবাদিক বৈঠকে বলেছেন,’মনিপুরের ঘটনায় মুখ্যমন্ত্রী তার দলের কয়েকজন সদস্যদের প্রতিনিধি করে পাঠিয়েছেন। কিন্তু, রাজ্যে সম্প্রতি ঘটে যাওয়া নিন্দাজনক ঘটনার কি ব্যবস্থা নিয়েছেন।’ তিনি রাজ্যে ঘটে যাওয়া অতীতের কিছু ঘটনার উল্লেখ করে মুখ্যমন্ত্রীকে কাঠগড়ায় তোলেন। মালদায় ঘটনায় নির্যাতিত মহিলারদের পরিবারের তরফে জানানো হয়েছে, ওই দুই মহিলাকে চুরির অভিযোগে থানায় ধরে নিয়ে যাওয়া হয়েছে। অথচ, তাদের সাথে যারা এই ধরণের ঘটনা ঘটিয়েছে তাদের কেন কোন শাস্তি হবে না?

Related posts

Leave a Comment