23 C
Kolkata
December 25, 2024
দেশ বিদেশ

মার্কিন যুক্তরাষ্ট্রে ১২ হাজার কর্মী ছাঁটাই করতে চলেছে গুগল

সংবাদ কলকাতা: চরম আর্থিক সঙ্কটে পড়ে বড়সড় কর্মী ছাঁটাইয়ের পথে যেতে চলেছে গুগল। শুধু মার্কিন যুক্তরাষ্ট্রেই একধাক্কায় প্রায় ১২ হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে গুগলের মালিক সংস্থা অ্যালফাবেট। এই বিষয়ে কর্মীদের একটি ইমেল পাঠিয়েছেন সংস্থার CEO সুন্দর পিচাই। সেই ইমেলে গুগলের বিভিন্ন বিভাগ থেকে কর্মী ছাঁটাইয়ের কথা জানানো হয়েছে। সংস্থার ব্যয় নিয়ন্ত্রণ ও গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে মনোনিবেশের বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। বিভিন্ন প্রোডাক্ট ও তার সঙ্গে যুক্ত কর্মীদের বিষয়ে করা হচ্ছে চুলচেরা বিশ্লেষণ। এই নিয়ে গোটা বিশ্বে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

আরও চাঞ্চল্যকর খবর হল, এই কর্মী ছাঁটাইয়ের কোপ শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রে নয়, ভারত সহ অন্যান্য দেশেও ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে অ্যালফাবেট। CEO সুন্দর পিচাই এবিষয়ে দুঃখ প্রকাশ করে জানান, গত দুই বছরে করোনা মহামারীর সময়ে প্রযুক্তির ব্যবহার বহুগুণ বেড়ে গিয়েছিল। সেজন্য তখন কর্মীর সংখ্যাও বাড়ানো হয়েছিল। কিন্তু, বর্তমানে লকডাউন উঠে যাওয়ার ফলে সেই চাহিদা অনেকগুণ কমেছে। ফলে অর্থনৈতিক দিক বিবেচনা করে কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে হচ্ছে। কারণ এইসব প্রযুক্তি সংস্থায় কর্মীদের বেতন বাবদ প্রচুর টাকা খরচ করতে হয়। সেজন্য বিক্রি কমার ফলে ব্যয় সংকোচও একটি গুরুত্বপূর্ণ সময়োপযোগী সিদ্ধান্ত।

Related posts

Leave a Comment