ওয়াশিংটন: ফের যুক্তরাষ্ট্রের সুপারমার্কেটে বন্দুকবাজের হামলা। মৃতের সংখ্যা কমপক্ষে ৬ জন। গুরুতর জখম হয়েছেন আরও ৫ জন। মৃতদের অনেকেই ওই সুপারমার্কেটের কর্মী বলে জানা গিয়েছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মার্কিন মুলুকে।
এর আগে গত রবিবারই মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডোতে বন্দুকবাজের হামলা চলে। তাতে পাঁচ জনের মৃত্যু হয়। ভার্জিনিয়ার সেনেটর এল লুইস লুকাস বলেন, ‘যতদিন না আমাদের দেশে এই বন্দুক হিংসা নামক সন্ত্রাসের প্রতিকার হয়, ততদিন আমি শান্তিতে ঘুমোতে পারব না’।
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার আচমকা ভার্জিনিয়ায় ওয়ালমার্টের ওই স্টোরে ঢুকে এলোপাথাড়ি গুলি চালায় এক আততায়ী। অভিযুক্ত হামলাকারী একসময় ওই স্টোরের ম্যানেজার পদে কাজ করত বলে জানা গিয়েছে। তবে সে কেন এই হামলা চালিয়েছে তা এখনও স্পষ্ট নয়৷ তবে তদন্ত চলছে৷
এদিকে ধোঁয়াশা রয়েছে হামলাকারীর মৃত্যু নিয়ে। জানা গিয়েছে, ওই হামলাকারীরও মৃত্যু হয়েছে। তবে সে আত্মহত্যা করেছে, নাকি পুলিশের গুলিতে মারা গিয়েছে, তা নিয়ে সংশয় রয়েছে। বিষয়টি খতিয়ে দেখছেন মার্কিন গোয়েন্দারা।
উল্লেখ্য, যুগপৎ এই হামলার নেপথ্যে কোনও জঙ্গি সংগঠনের হাত রয়েছে কি না, তা নিয়েও তৈরি হয়েছে সংশয়। একের পর এক বন্দুকবাজের হামলায় আতঙ্ক তৈরি হয়েছে মার্কিন মুলুকে।
next post