রাজ্যমানুষের শান্তি বিঘ্নিত হলে রেয়াত নয়: রাজ্যপাল by aparnapalsenApril 4, 2023April 4, 20230213 Share0 সংবাদ কলকাতা: মঙ্গলবার কলকাতায় ফিরে বিমানবন্দর থেকে সরাসরি হুগলির রিষড়ার দিকে রওনা দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। পরিস্থিতি খতিয়ে দেখে তিনি স্পষ্ট ঈঙ্গিত দেন মানুষের শান্তি বিঘ্নিত হলে রেয়াত করা হবে না কাউকে।