ধূপগুড়ি, ০৩ সেপ্টেম্বর: ধূপগুড়ি উপনির্বাচনের আগে তৃণমূলের প্রাক্তন বিধায়ক মিতালি রায়ের বিজেপিতে যোগদান রাজ্য রাজনীতিতে নতুন করে জল্পনা শুরু করেছে। এই ঘটনায় বিজেপি নেতা অমিত মালব্য তার নিজস্ব ‘X’ হ্যান্ডেলে ট্যুইট করে জানান, ‘মমতা বন্দোপাধ্যায় যে নিয়ন্ত্রণ হারাচ্ছেন তার আরও এক প্রমান মিলল’।
প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৬ সালের জলপাইগুড়ি বিধানসভার আসনটি জিতেছিলেন মিতালি রায়। কিন্তু, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী বিষ্ণু পদ রায়ের কাছে পরাজিত হন তিনি। গত ২৫ জুলাই বিজেপি বিধায়কের মৃত্যুতে আসনটিতে উপনির্বাচন হবে আগামী ৫ সেপ্টেম্বর মঙ্গলবার এবং ফলাফল ঘোষণা হবে ৮ সেপ্টেম্বর। উপনির্বাচনের আগে মিতালি রায়ের মত হেভিওয়েট তৃণমূল নেতার বিজেপিতে যোগদান রাজ্য রাজনীতিতে খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল। যোগদানের পর মিতালি রায় বলেন বিরোধী জোটে মমতা বন্দোপাধ্যায়ের গুরুত্ব কমছে কারণ তাঁর নিজের রাজ্যে রাজনৈতিক ভিত্তি ভেঙ্গে পড়েছে।
এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘ভারতীয় জনতা পার্টি আনন্দিত কারণ মিতালি রায় উত্তরবঙ্গের একিটি গুরুত্বপূর্ণ মুখ। তিনি আমাদের দোলে যোগ দিয়েছেন। তিনি এবং তাঁর পরিবার দীর্ঘদিন ধরে রাজবংশীদের সমস্যা নিয়ে সরব হযেছেন। উত্তরবঙ্গের মানুষের অবহেলা, নিপীড়ন, এসবের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। মোদীজির কাজে অনুপ্রাণিত হয়ে তিনি আজ বিজেপিতে যোগ দিলেন।’
next post