সংবাদ কলকাতা: সোমবার লেকটাউনের দক্ষিণদাড়িতে গণেশ পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে তিনি বলেন, সিবিআই এবং মানিক ভট্টাচার্যের মধ্যে বোঝাপড়া রয়েছে। তিনি সুপ্রিম কোর্টে গেলে বেল পেয়ে যাবেন। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মন্তব্য প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, বিচারপতির মন্তব্য নিয়ে আমি কোনওরকম কথা বলব না। আমি হাইকোর্ট, সুপ্রিম কোর্টের অবজারভেশন নিয়ে কোনওরকম মন্তব্য করি না। জাজমেন্ট নিয়ে জিজ্ঞেস করবেন, আমি বলব।
তিনি আরও বলেন, আজ সিবিআই যে রিপোর্ট দিয়েছে, তাতে কুন্তল ও মানিকের সঙ্গে সঙ্গে তৃণমূলের একাধিক মন্ত্রী, বিধায়ক ও নেতাদের নাম সামনে চলে এসেছে। আশা করব, তদন্তকারী সংস্থাকে বিচারপতি বাধ্য করবেন এদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে মানিক, কুন্তলের বস কে, সেটা খুঁজে বের করতে।
next post