23 C
Kolkata
December 23, 2024
কলকাতা

মানব মস্তিস্কে চিপ বসালো মাস্কের নিউরালিঙ্ক

সংবাদ কলকাতা: মানব মস্তিষ্কে চিপ বসিয়ে নজির গড়ল মাস্কের মাস্কের সংস্থা নিউরালিঙ্ক। এফডিএ-এর অনুমতি পাওয়ার পর এই কাজে সফল হল প্রথম অপারেশন। গত রবিবার পরীক্ষামূলকভাবে এক ব্যক্তির মস্তিষ্কে এই চিফ বসানো হয়। এর ফলে এবার থেকে দুরারোগ্য রোগব্যাধির চিকিৎসা সহজতর। এই উদ্যোগে এলোন মাস্কের সংস্থাকে অনুমতি দিয়েছে এফডিএ। আমেরিকায় চিকিৎসা পরীক্ষার শীর্ষ নিয়ন্ত্রণ সংস্থা এফডিএ। এই সংস্থার অনুমতি পাওয়ার পর প্রথম অপারেশন সফল হয়েছে বলে জানান টেসলা করতে এলোন মাস্ক।

Related posts

Leave a Comment