সংবাদ কলকাতা: পর্ষদ প্রণীত মাধ্যমিক টেস্ট পেপারের ১৩২ নম্বর পাতায় ম্যাপ পয়েন্টিং-এর প্রশ্নে লেখা আজাদ কাশ্মীর। যা নিয়ে রীতিমতো তরজা শুরু হয়েছে। টেষ্ট পেপারের পাতার ছবি সহ তুলে ধরে টুইট করেছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেছেন, ‘বিচ্ছিন্নতাবাদী শক্তির সমর্থক হল মমতার সরকার। পাকিস্তান-অধিকৃত কাশ্মীরকে আজাদ কাশ্মীর হিসেবে চিহ্নিত করতে বলা হয়েছে পড়ুয়াদের। রাজ্য সরকার শুধু জঙ্গিদের মদত জোগায় না, তরুণ পড়ুয়াদের মধ্যে ভারত-বিরোধী মনোভাব তৈরি করে দিচ্ছে।’
প্রতি বছর মাধ্যমিক পরীক্ষার আগে টেস্ট পেপার সমাধান করা একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে করা হয়। এখন প্রশ্ন, কিভাবে এতগুলি চোখ এড়িয়ে এই প্রশ্নপত্র ছাপা হল টেস্ট পেপারে? নাকি ইচ্ছাকৃতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে? যদি তাই হয়, তাহলে কার মদতে আজাদ কাশ্মীরের মতো একটি বিতর্কিত বিষয় প্রশ্নপত্রে উঠে এল? তাহলে কি কোনওভাবে দিলীপ ঘোষের কথাটাই সত্য হতে চলেছে।
যদিও পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে, স্কুলের তৈরি প্রশ্নপত্র অপরিবর্তিত রেখেই টেস্ট পেপারে তোলা হয়েছে। প্রতিবছর সেটাই করা হয়। তবে এই শব্দ তোলার আগে কেন দেখা হয় নি, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এই ভুল সংশোধনের চেষ্টা করা হচ্ছে বলে পর্ষদ জানিয়েছে।
পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় বলেন, ‘যাঁরা টেস্ট পেপার তৈরি করেন, তাঁদের বলেছি বিষয়টা খতিয়ে দেখতে। তবে কোনও স্কুলের অটোনমিতে আমরা হস্তক্ষেপ করি না। এক্ষেত্রেও তাই হয়েছে। এটা যখন নজরে এসেছে, আমরা পুরো বিষয়টা জানার চেষ্টা করছি। জেনে নিয়ে (বাকি পদক্ষেপ করব)। যদি আমরা সংশোধন করতে পারি, তাহলে সংশোধন করব। নাহলে প্রয়োজনীয় তথ্য জানানো যাবে।’’
কেন্দ্রের শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের বক্তব্য, ‘এই বিষয়টা ছাত্রদের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে। যা হয়েছে সেটা ভুল হয়েছে।’ পাল্টা কুণাল ঘোষ বলেন, ‘ওই স্থানের কোনও অস্তিত্ব আমরা মানি না। তবে কী প্রসঙ্গে লেখা হয়েছে, সেটা না দেখে মন্তব্য করা সম্ভব নয়।’
next post