সংবাদ কলকাতা: মাধ্যমিক পরীক্ষায় প্রশ্ন ফাঁস নিয়ে অভিযোগ বিস্তর। তারই মধ্যে সৃষ্টি হল নতুন করে বিভ্রান্তি। জীবন বিজ্ঞান পরীক্ষার দিন পরীক্ষার সেন্টারে এল ইতিহাসের প্রশ্ন। যা নিয়ে অভিযোগ উঠেছে প্রশ্ন ফাঁসের।
মঙ্গলবার দক্ষিণ দিনাজপুরের তপন থানার ভাইওর জালালিয়া হাইস্কুলে জীবন বিজ্ঞানের পরিবর্তে স্কুলে এল ইতিহাসের প্রশ্ন। বাক্স খুলতেই বিষয়টি নজরে আসে কর্তৃপক্ষের। সঙ্গে সঙ্গেই প্রশ্ন বাক্সবন্দী করে পুনরায় ফিরিয়ে নিয়ে যাওয়া হয় তপন থানায়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে জীবন বিজ্ঞান পরীক্ষার দিনেই ইতিহাস প্রশ্ন ফাঁস হওয়ার অভিযোগ ওঠে।