21 C
Kolkata
December 25, 2024
রাজ্য

মাথাপিছু ৭ লক্ষ টাকার বিনিময়ে প্রাথমিকে শিক্ষক পদে নিয়োগ, বিস্ফোরক শুভেন্দু অধিকারী

সুমন মল্লিক, সংবাদ কলকাতা: সম্প্রতি নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছেন মানিক ভট্টাচার্য। তদন্তে উঠে এসেছে একের পর এক বিস্ফোরক তথ্য। ইডি তাঁর রিপোর্টে জানিয়েছে, মানিকের বাড়িতে তল্লাশির সময় তাঁদের হাতে এসেছে একটি চিঠি। চিঠিতে ৪৪ জনের চাকরির সুপারিশ করা হয়েছিল। বিনিমিয়ে প্রত্যেকের নিকট থেকে নেওয়া হয়েছে ৭ লক্ষ টাকা করে। মূলত তা নিয়েই সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, এই সুপারিশ করেছিল যুব তৃণমূলের এক প্রাক্তন সভাপতি। তিনি এখন বিদেশে আছেন। যদিও শুভেন্দু ওই তৃণমূল নেতার নাম বলেন নি। তবে তিনি  বিনয় মিশ্রকে ইঙ্গিত করেছেন বলে মনে করা হচ্ছে। কারণ, এই মুহূর্তে প্রশান্ত মহাসাগরের দ্বীপ রাষ্ট্র ভানুয়াতিতে আছে যুব তৃণমূলের ওই প্রাক্তন সভাপতি বিনয় মিশ্র। যদিও এই বিষয় নিয়ে কিছুদিন আগে অভিষেক ব্যানার্জি অভিযোগ করেছিলেন, রাজ্যের বর্তমান বিরোধী দলনেতার সঙ্গে নাকি যোগাযোগ আছে বিনয় মিশ্রের। তিনি একটি অডিও ক্লিপ তুলে ধরে বলেছিলেন, বিনয় মিশ্রর সমস্ত কেস নাকি শুভেন্দু অধিকারীই দেখছেন।

Related posts

Leave a Comment