22 C
Kolkata
December 25, 2024
দেশ

মাত্র ৭০ টাকা নিয়ে পারিবারিক বিবাদ, বৌদিকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ দেওরের বিরুদ্ধে

নদীয়া: মাত্র ৭০ টাকার জন্য দেওরের হাতে আক্রান্ত বৌদি। বিচার চেয়ে থানার দ্বারস্থ আক্রান্ত মহিলা। ঘটনাটি এদিন নদীয়ার শান্তিপুর থানার আড়বান্দী দক্ষিণপাড়া এলাকার। অভিযোগকারী মহিলা স্বপ্না ঘোষের অভিযোগ, তার দেওর তার স্বামীর কাছে মাত্র ৭০ টাকা পেত, সেই টাকা নিয়েই শুরু হয় পারিবারিক বিবাদ। দেওর ৭০ টাকা নিয়ে চরম অশান্তি করে, এরপরেই স্বপ্না ঘোষের স্বামীকে মারতে যায়। বৌদি প্রতিবাদ করতে গেলে দেওর বৌদিকে শুরু করে বেধড়ক মারধোর। মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। শুধু তাই নয়, শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত লাগে বৌদির। এই ঘটনায় দেওরের বিরুদ্ধে অভিযোগ নিয়ে সরাসরি শান্তিপুর থানার দারস্ত হয় আক্রান্ত মহিলা, এরপর একটি লিখিত অভিযোগ দায়ের করে। যদিও অভিযোগের ভিত্তিতে তদন্তে শান্তিপুর থানার পুলিশ। আক্রান্ত মহিলার দাবি, পুলিশ যদি সঠিক ব্যবস্থা গ্রহণ না করে তাহলে আবারও বাড় বাড়ন্ত শুরু করবে করবে দেওর রবি ঘোষ।

Related posts

Leave a Comment