April 6, 2025
রাজ্য

মাত্র ৩% ডিএ ঘোষণায় সন্তুষ্ট নয় রাজ্যের সরকারি কর্মীরা

সংবাদ কলকাতা: রাজ্য সরকার চলতি বাজেট অধিবেশনে সরকারি কর্মচারীদের ৩% ডিএ ঘোষণা করেছে। যেটা কার্যকরী হবে আগামী মার্চ মাস থেকে। এই ঘোষণায় সন্তুষ্ট নয় রাজ্য সরকারী কর্মচারী মহল।

ইতিমধ্যে রাজ্য সরকারি কর্মচারীর একাংশ শহিদ মিনার পাদদেশে ৩৯% ডিএ-এর দাবিতে ধর্নায় বসে। ধর্না মঞ্চ থেকে একজন শিক্ষক বলেন, ‘রাজ্যকে অচল করে দেওয়া হবে। লাগাতার আন্দোলনের পথে যাব। সাধারণ মানুষ যে সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন, তার দায় সরকারের। সরকার বাধ্য করছে শিক্ষক ও সরকারি কর্মীদের কাজ থেকে বিরত থাকতে। অবিলম্বে ৩৯ শতাংশ ডিএ ঘোষণা করতে হবে।’

অপর একজন শিক্ষক বলেন, ‘আমাদের ৩৯ শতাংশ ডিএ সুদ সমেত ফেরত দিতে হবে। এটা দীর্ঘদিনের লড়াই। আমরা ভিক্ষার জন্য এখানে সংসার, বাড়ি ঘর ছেড়ে বসিনি।” পরবর্তী পদক্ষেপ আলোচনার মাধ্যমে যৌথ মঞ্চ ঠিক করবে বলে জানিয়ে দেন তিনি। আরও এক সরকারি কর্মীর বক্তব্য, “আমরা ৩৯ শতাংশ বকেয়া চাই। আমরা পাটীগণিত বুঝিয়ে দেব ওঁকে, ৩ শতাংশ দিয়ে ৩৯ শতাংশকে ঢাকা যায় না। আমাদের দাবি যতক্ষণে না আদায় হচ্ছে, লড়াই চলবে।’

একজন শিক্ষিকার বক্তব্য, ‘আমরা এটা নেব না। আমরা আবার আন্দোলনে নামছি। আমাদের যা বাকি রয়েছে, সব দিতে হবে।’
এব্যাপারে কংগ্রেস মুখপাত্র প্রদীপ ভট্টাচার্য বলেন, ‘নতুন করে ৩ শতাংশ ডিএ দিলে কি হবে? তাহলে পুরনোটার কী হবে? এটা গুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে। সরকারি কর্মীরা তো ভিক্ষা চাইছেন না। রাজ্য সরকার যেমন বলে, তারা কেন্দ্রের কাছে ভিক্ষা চাইছে না। তেমনি তো সরকারি কর্মীরাও চাইছেন না।’

এর উত্তরে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘যাঁরা ডিএ নিয়ে আন্দোলন করে এই ভাষা বলছেন, তাঁরা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাজ করছেন। তাঁরা জানেন কেন্দ্রীয় সরকার বিপুল পরিমাণ টাকা বকেয়া রেখেছেন বলে এই ধরনের সমস্যা হচ্ছে। অনেক কষ্টে রাজ্য সরকারকে কাজ করতে হচ্ছে। রাজ্য সরকার প্রান্তিক মানুষ, গরিব মানুষদের সামাজিক সুরক্ষাকে সুনিশ্চিত করছে।’

Related posts

Leave a Comment