রবিবার কণ্ঠিবাড় সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন ছিল। সেই নির্বাচনকে কেন্দ্র করে তমলুক থানার কণ্ঠিবাড় প্রাইমারি স্কুলের ভোটগ্রহণ কেন্দ্রে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। ভোটারদের মধ্যে ১১৩ জনের মধ্যে ২১ জনই ‘অন্ধ’ ও ‘অক্ষম’। তাদের হয়ে ভোট দেওয়ার জন্য অন্যরা লাইনে দাঁড়িয়েছিল, সেই ঘটনাকে কেন্দ্র করেই এই উত্তেজনা। এই ভোট হয়েছিল ২ জায়গায়।
previous post
