18 C
Kolkata
December 24, 2024
Featured দেশ সাহিত্য

মাটি খুঁড়তেই বেরিয়ে এল মধ্যযুগীয় সুড়ঙ্গ

নতুন দিল্লি, ৮ জুন: মাটি খুঁড়তে গিয়ে মিলল আস্ত একটি সুড়ঙ্গ। দিল্লির সিরি দুর্গের চিলড্রেন মিউজিয়ামের কাছে ঘটেছে এই ঘটনা। যা মধ্যযুগীয় সময়ে মানুষের তৈরি বলে ধারণা করা হচ্ছে। আর এই ঘটনাকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছে।

প্রসঙ্গত এর আগেও সিরি দুর্গে খনন কার্য চালিয়ে মাটির পাত্র থেকে শুরু করে একাধিক ঐতিহাসিক দ্রব্য পাওয়া গিয়েছে। একসময় এই এলাকায় অনেক দুর্গ এবং বাড়ি-ঘর ছিল। যা আলাউদ্দিন খিলজির সময়কার বলে পুরাতাত্ত্বিকরা প্রমাণ পেয়েছেন। ফলে ঐতিহাসিকদের ধারণা, এই সুড়ঙ্গটিও সেই সময়ে বানানো। আর সেই ধারণা যদি সত্যি হয়, তাহলে এই সুড়ঙ্গ পথের অন্য প্রান্তে পৌঁছোনোর রাস্তা নিশ্চয় পাওয়া যাবে। জানা যাবে ইতিহাসের কোনও নতুন অধ্যায়। ফলে ইতিহাসের কোন রাস্তায় এই সময়কার মানুষকে নিয়ে যাবে, তা জানার অপেক্ষায় রয়েছেন সকলে।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই সুড়ঙ্গ পথের আবিষ্কার ও সংরক্ষণ করার পদ্ধতি সিরি দুর্গে আসা শিশুদের দেখানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে এই সুড়ঙ্গের খননের কাজ শুরু না হলে এর মধ্যে কোন অজানা ইতিহাস লুকিয়ে আছে, তা জানা সম্ভব নয়। উচ্চ কর্তৃপক্ষের সবুজ সঙ্কেত পেলেই শুরু হবে সেই কাজ।

Related posts

Leave a Comment