সংকল্প দে, বীরভূম: গত ২০ নভেম্বর সাঁইথিয়ার অন্তর্গত মাঠপলসার বাসিন্দা কারিবুল হোসেনের স্ত্রী কবিতা খাতুন সন্তান সম্ভবা অবস্থায় সিউড়ি হাসপাতালে ভর্তি হন। সেখানে সিজার করে তাঁর সন্তান ভূমিষ্ঠ হয়। মা ও শিশু উভয়ের হাতে ২৩৩ নাম্বার ট্যাগ বেঁধে দেওয়া হয়। গতকাল এই ট্যাগ মা-র কাছ থেকে হারিয়ে যায়। যার ফলে তাদের ছুটি দিতে নিষেধ করে হাসপাতাল কর্তৃপক্ষ। তখন বাড়ির লোকজন জেলা আইনি পরিষেবার পার্শ্ব আইনি সহায়ক, মহম্মদ রফিক-এর সঙ্গে যোগাযোগ করেন। তাঁদেরকে সঙ্গে নিয়ে সিউড়ি থানায় একটা G.D. করা হয়। সেই GDটা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়। এরপর আজ ৪.৩০ মিনিট নাগাদ তাঁদের ছুটি দেওয়ার ব্যবস্থা করা হয়। অবশেষে পরিবারের লোকজনরা রফিক সাহেবকে ধন্যবাদ জানান।
next post