33 C
Kolkata
August 2, 2025
জেলা

মাটির দেয়াল চাপা পড়ে মৃত্যু ৩ শিশুর, এলাকায় শোকের ছায়া

বিশেষ সংবাদদাতা, বাঁকুড়া: বৃষ্টিতে মাটির দেওয়াল ভেঙ্গে চাপা পড়ে মৃত্যু হল তিন শিশুর। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বিষ্ণুপুর থানার বাকাদহের বোড়ামারা গ্রামে। জানা গিয়েছে, গতকাল শনিবার সকালে একটি বাড়ির পাশে বসে খেলা করছিল তিন শিশু। আচমকায় সেই বাড়ির মাটির দেওয়াল হুড়মুড়িয়ে পড়ে তাদের ওপর।

এরপরেই এলাকায় মানুষজন ও শিশুর পরিবারের লোকজন মাটির বাড়ির দেওয়াল সরিয়ে তিন শিশুকে উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তিন শিশুকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে আজ বাঁকুড়ার ছাতনায় ফের দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল এক বৃদ্ধার। হাঁসাপাহাড়ি গ্রামের বাসিন্দা মৃত বৃদ্ধার নাম পূরবী হাঁসদা। তাঁর বয়স ৬৮ বছর। উল্লেখ্য, বৃষ্টির কারণে দেওয়াল জলে ভিজে যায়। আর তার জেরেই এই মর্মান্তিক দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে।

Related posts

Leave a Comment