মাটিগাড়ায় পরিবহণ নগরে আইটি পার্কের কল সেন্টারের আড়ালে চালানো হচ্ছিল অবৈধ কাজ কার্যকলাপ। মাটিগাড়া থানার পুলিশ ও এস ও জির যৌথ অভিযান চালায় মেলে সাফল্য। ঘটনায় গ্রেফতার করা হয়েছে সংশ্লিষ্ট অবৈধ কল সেন্টারের ম্যানেজার আনসার আলিকে।আটক করা হয়েছে 16 জনকে।
পুলিশ সূত্রে খবর মিলেছে, ওই কল সেন্টারের নামে বিদেশে ও দেশের বিভিন্ন জায়গায় সাধারণ মানুষকে ফোন করে প্রতারণার ফাঁদ পেতে থাকেন তারা। কাউকে লোন পাইয়ে দেওয়ার নাম করে আবার কখনো কাউকে চাকরি নাম করে প্রতারণা চক্র চলতো অবৈধ কল সেন্টারে। গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে, ঘটনার তদন্ত শুরু করেছে মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশ।