সংবাদ কলকাতা: বাংলাদেশের শরণার্থী শিবির থেকে পালাতে গিয়ে নৌকাডুবিতে মৃত্যু শতাধিক রোহিঙ্গার। নৌকায় চেপে শরণার্থী শিবির থেকে পালাচ্ছিলেন ১৮০ জন। প্রত্যেকেরই সলিলসমাধি হয়েছে বলে আশঙ্কা রাষ্ট্রপুঞ্জের উদ্বাস্তু সংস্থার।
প্রসঙ্গত মায়ানমার থেকে পালিয়ে এসে বাংলাদেশের শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছে অন্তত ১৩ লক্ষ রোহিঙ্গা উদ্বাস্তু। জানা গিয়েছে, মায়ানমারে সেই দেশের সেনাবাহিনীর অত্যাচারে দেশ ছাড়তে হয় রোহিঙ্গাদের। ২০১৭ সাল থেকেই মায়ানমার থেকে এসে বাংলাদেশে আশ্রয় নিচ্ছিলেন রোহিঙ্গারা। তাঁদের মধ্যে বহু রোহিঙ্গা এখন আবার বাংলাদেশের শরণার্থী শিবির থেকে পালাচ্ছেন।
রাষ্ট্রপুঞ্জে উদ্বাস্তুদের জন্য দায়িত্বপ্রাপ্ত হাইকমিশনার জানিয়েছেন, ২০২২ নভেম্বরের শেষ দিকে বাংলাদেশের কক্সবাজার থেকে রোহিঙ্গাদের নিয়ে রওনা হয়েছিল একটি নৌকা। ডিসেম্বরের শুরুতেই সেই নৌকায় ফাটল দেখা দেয়। তারপর ওই নৌকাটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ৮ ডিসেম্বরের পর থেকে আর খোঁজ মেলেনি নৌকাটির। মনে করা হচ্ছে, নৌকার ১৮০ জনেরই মৃত্যু হয়েছে।
শ্রীলঙ্কা উপকুলের মৎস্যজীবীরা একটি নৌকাডুবির কথা জানতে পারেন। খবর দেন উপকূলরক্ষী বাহিনীকে। খবর পেয়ে বাহিনী ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ চালান। ততক্ষণে অবশ্য সমুদ্রে ১৮০ জন রোহিঙ্গা শরণার্থীর সলিলসমাধি হয়ে গিয়েছে।