মুম্বই: গতকাল লন্ডন থেকে মুম্বইগামী এয়ার ইন্ডিয়ার বিমানে ধুন্ধুমার কান্ড। মাঝ আকাশে বিমানের পিছনের দরজা খুলে পালানোর চেষ্টা এক যাত্রীর। বাথরুমে গিয়ে ধূমপান করার সময় ধরা পড়তেই এই কান্ড ঘটায় ওই ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক। ৩৭ বছর বয়সী ওই যুবকের নাম রমাকান্ত। জানা গিয়েছে, মাঝ আকাশে উড়ান চলার সময় হঠাৎ ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। এতে আতঙ্কিত হয়ে পড়েন ওই উড়ানের পাইলট, বিমান সেবিকা থেকে যাত্রীরা। ধোঁয়ার উৎস সন্ধান শুরু হয়। তখন ওয়াশ রুমের দরজা খুলে দেখা যায়, রমাকান্ত নামে ওই যাত্রী বিমানের বাথরুমে ধূমপান করছেন। তাঁকে দ্রুত সিগারেট নিভিয়ে ফেলতে বলা হলেও তিনি কিছুতেই রাজি হচ্ছিলেন না। অগত্যা ছুটে আসেন বিমানের পাইলট। জোরপূর্বক ওই বেপরোয়া যাত্রীর সিগারেট নিভিয়ে ফেলা হয়। এরপর সে পালানোর চেষ্টা করে। এমনকি মাঝ আকাশে বিমানের পিছনের দরজা খুলতে যায়। তাঁকে আটকানোর জন্য হাত পা বেঁধে ফেলা হয়। এরপর মুম্বই বিমানবন্দরে অবতরণের পর তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। তাঁর বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
previous post