সংবাদ কলকাতা, ৬ সেপ্টেম্বর: রাজ্যপালকে হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবার সেই হুঁশিয়ারিকেও ডোন্ট কেয়ার করে সরাসরি সংঘাতে গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এবার মাঝরাতে অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল ও আচার্য সিভি আনন্দ বোস। জানা গিয়েছে, মধ্যরাতে রাজভবনের পক্ষ থেকে জানানো হয়, রাজ্যপাল কৃষ্ণনগরের কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগ করেছেন।
এদিকে আগামী ৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারদের বিকাশ ভবনে ডেকে পাঠানো হয়েছে। তাই তাঁদের চিঠি পাঠানো হয়েছে। কারণ রাজ্যপাল সিভি আনন্দ বোস জানিয়েছিলেন, উপাচার্যের কথাই শুনে চলতে হবে। অন্যান্য আধিকারিকরাও রাজ্য সরকারের কথা শুনতে বাধ্য নন। তারপরই এমন বৈঠক বেশ তাৎপর্যপূর্ণ। এমন আবহে মাঝরাতে বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ আবার রাজ্য সরকারকে চ্যালেঞ্জের দিকে ছুঁড়ে দেওয়া হল বলে মনে করছেন রাজনৈতিক মহল।
previous post
