সংকল্প দে, সংবাদ কলকাতা: অতিভারী বৃষ্টির জেরে ডিভিসির ড্যামে জল ধরে রাখার মাত্রা কমে চলেছে। তাই অবশেষে ডিভিসির মাইথন ও পাঞ্চেত থেকে ছাড়া হলো জল। জানা যায়, মাইথন থেকে গত রবিবার রাত থেকে প্রায় ৩০ হাজার কিউসেক এবং পাঞ্চেত থেকে প্রায় ৫০ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। মাইথনে মোট পাঁচটি লক গেট খোলা হয়েছে।
তবে আজ মঙ্গলবার থেকে ডিভিসি জল ছাড়ার পরিমাণ কিছুটা কমিয়েছে বলে জানা গিয়েছে। মাইথন বাঁধ থেকে ৫৫ হাজার কিউসেক জল ছাড়ার কথা ছিল। সেই পরিমাণ কমিয়ে ৩৫ হাজার কিউসেক করা হয়েছে। অন্যদিকে পাঞ্চেত থেকে ৭৫ হাজার কিউসেক জল ছাড়া হচ্ছে।
previous post