নিজস্ব সংবাদদাতা, ১২ অক্টোবর: আজ বুধবার দক্ষিণ ২৪ পরগনার রবীন্দ্রনগর থানার অন্তর্গত টিজি রোডে ভয়াবহ বিস্ফোরণ হয়। এদিন ভোর পৌনে চারটে নাগাদ মহেশতলা পুরসভার এক নম্বর ওয়ার্ডে ঘটনাটি ঘটে। এটি মেটিয়াব্রুজ লাগোয়া এলাকা বলে জানা গিয়েছে। বিস্ফোরণে তিন শিশুসহ গুরুতর জখম হয়েছেন পাঁচজন। আহত পাঁচজনকেই এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে ঠিক কী থেকে এই বিস্ফোরণ তা জানা না গেলেও চা করার সময় গ্যাস সিলিন্ডার লিক করে এই বিস্ফোরণ ঘটে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। বিস্ফোরণের তীব্রতায় আশেপাশের বাড়ির চাল উড়ে গিয়েছে। এমনকি পাশের বাড়ির সিলিং ফ্যানও সম্পূর্ণরূপে দুমড়ে মুচড়ে গিয়েছে। বিস্ফোরণে আহত হয়েছেন সন্দীপ যাদব(৪৫) ও তাঁর স্ত্রী রানী যাদব(৩৫) সহ তাঁদের তিন শিশু সন্তান। যাদের বয়স যথাক্রমে ১১,৭ ও ৬ বছর। আপাতত ঘটনাস্থলে রবীন্দ্রনগর থানার পুলিশ কর্মীদের মোতায়েন করা হয়েছে। ঘটনার বিস্তারিত তদন্ত শুরু হয়েছে। বিষয়টি খতিয়ে দেখার জন্য ফরেন্সিক বিশেষজ্ঞদের খবর দেওয়া হয়েছে।