শনিবার ও রবিবার ব্যাংক বন্ধ থাকায় আজ সপ্তাহের প্রথম দিনে অর্থাৎ সোমবার সকাল বেলা অফিস টাইমে ব্যাংক খুলে দেখা যায় ব্যাংকের চারিদিকে সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। খবর দেওয়া হয় মহেশতলা থানায়। খবর পেয়ে এসে পৌঁছায় মহেশতলা থানার বিশাল পুলিশ বাহিনী এবং ভারতীয় স্টেট ব্যাংকের উচ্চপদস্থ আধিকারিকরা। সপ্তাহের প্রথম দিনে ব্যাংক বন্ধ থাকায় এবং ব্যাংকে দুঃসাহসিক ডাকাতি হওয়ার কারণে ব্যাংকের গ্রাহকরা ক্ষুব্ধ। এই ঘটনায় গ্রাহকদের সঙ্গে পুলিশের বচশা চলছে। গ্রাহকরা আতঙ্কিত ।সুত্র মারফত জানা গিয়েছে ব্যাংকের ভল্ট এবং পেছনের দরজা দুটোই ভাঙ্গা ছিল। তবে আনুমানিক পরিমাণ এখনো পর্যন্ত জানা যায়নি। পুলিশ সূত্রে খবর ভেতরে থাকা সিসি টিভির সমস্ত ডিভিডিয়ার এবং কেবল কেটে চোর বা চোরের দলেরা নিয়ে চলে গিয়েছে। সাময়িক ভাবে ব্যাংক পরিষেবা বন্ধ থাকায় গ্রাহকেরা ক্ষুব্ধ। ঘিঞ্জি এলাকার এহানো ঘটনায় স্বাভাবিকভাবে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। খবর ছড়াতেই ব্যাংকের সামনে ধীরে ধীরে ভিড় জমাচ্ছেন উৎসাহী ব্যাংকের গ্রাহকেরা।