মহেশতলা ২৪ নম্বর ওয়ার্ডের চক কৃষ্ণনগর মন্ডলপাড়ায় সরকারি স্বাস্থ্য কেন্দ্রর ভগ্নদশা । স্বাস্থ্য কেন্দ্রে যাবার আগেই রাস্তায় রয়েছে হাঁটু সমান জল চূড়ান্ত দুর্ভোগে সাধারণ মানুষ থেকে স্বাস্থ্যকর্মীরা । সরকারি স্বাস্থ্য কেন্দ্রে নেই কোন নজরদারি সন্ধ্যা নামলেই শুরু হয় স্বাস্থ্য কেন্দ্রের মধ্যে ও বাইরে মদ জুয়া গাঁজার আসর । বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে মদের বোতল ।
মহেশতলার প্রসূতি মহিলাদের কথা ভেবে বাম আমলে প্রসূতি বিভাগের জন্য তৈরি হয় বিল্ডিং। আর সেটা তৈরি হবার ১৫ বছর কেটে গেলেও আজও শুরু হয়নি।
স্বাস্থ্যকর্মীদের অভিযোগ তাদের স্বাস্থ্য কেন্দ্রে এসে মদের গ্লাস ও মোদের বোতল সরিয়ে শুরু করতে হয় কাজ, দীর্ঘদিন ধরেই চলছে এই ধরনের অসামাজিক কাজকর্ম তারা একাধিকবার প্রশাসনকে জানিয়েও বন্ধ হয়নি এই স্বাস্থ্যকেন্দ্রে মদ জুয়ার আসর ।
তবে ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তারকনাথ সাহা স্বাস্থ্যকেন্দ্রে অসামাজিক কাজকর্মের কথা স্বীকার করে নিলেও এলাকার মানুষের উপরে দোষ চাপিয়ে দেন। কবে এই স্বাস্থ্যকেন্দ্র সংস্কার হবে, কবে বন্ধ হবে এই জোয়ার ঠেক সেটা নিয়েই প্রশ্ন তুলেছে স্বাস্থ্যকর্মীরা।