24 C
Kolkata
April 17, 2025
দেশ

মহিলা বক্সার মেরি কম ভারতীয় কন্টিনজেন্টের শেফ দ্য মিশন পদ থেকে আচমকাই ইস্তফা

দিল্লি-– একমাত্র ভারতীয় মহিলা বক্সার হিসাবে অলিম্পিক থেকে পদক পেয়েছিলেন৷ কিন্ত্ত আসন্ন অলিম্পিকে বক্সার হিসাবে নয়, ভারতীয় কন্টিনজেন্টের শেফ দ্য মিশন হিসাবে দেখা যেত তাঁকে৷ শুক্রবার আচমকাই এই পদ থেকে সরে দাঁড়ান মেরি কম৷ ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, প্রাক্তন অ্যাথলিট পি টি উষাকে চিঠি দিয়ে নিজের সিদ্ধান্ত জানিয়ে দেন মণিপুরি বক্সার৷ চিঠিতে লেখেন, “যেকোনওভাবে দেশের সেবা করাটাই আমার কাছে খুব সম্মানের৷ আমরা সব সময়েই দেশের সেবা করতে প্রস্তুত থাকি৷ কিন্ত্ত এই সম্মানজনক দায়িত্ব আমি পালন করতে পারছি না৷ ব্যক্তিগত কিছু সমস্যার কারণে সরে দাঁড়াতে হচ্ছে৷” চিঠিতে মেরি আরও লেখেন, “কোনও দায়িত্ব থেকে সরে আসাটা অত্যন্ত লজ্জার৷ সাধারণত আমি এভাবে সরে দাঁড়াই না৷ কিন্ত্ত আর কোনও উপায় নেই আমার কাছে৷ তবে অলিম্পিকে দেশের সমস্ত অ্যাথলিটের জন্য গলা ফাটাতে আমি রাজি৷ অনেক পদক জিতবে ভারত, সেটাই আশা করি৷” উল্লেখ্য, গত ২১ মার্চই ভারতের শেফ দ্য মিশন হিসাবে ঘোষিত হয়েছিল মেরির নাম৷ মাত্র কয়েকদিনের মধ্যে কেন নিজেকে দায়িত্ব থেকে সরিয়ে নিলেন, সেই নিয়ে প্রশ্ন উঠছে৷

Related posts

Leave a Comment