বুনিয়াদপুরে বৃহস্পতিবার মহাসাড়ম্বরে ছট পুজোর অনুষ্ঠান পালিত করা হলো। এই অনুষ্ঠানে প্রায় ১৫০০ জন পুণ্যার্থীরা অংশগ্রহণ করে। প্রায় ৩০ থেকে ৩৫ বছর ধরে এখানে ছট পুজো রীতিনীতি মেনে পালন করা হচ্ছে বলে পুণ্যার্থীরা জানালেন। ভোরবেলা থেকে মহিলারা মাথায় কুলোর মধ্যে পুজোর সামগ্রী নিয়ে নদীর তীরে এদিন সমবেত হন। ছট পুজোর জন্য মহিলারা রাস্তায় দন্ডী কেটে ঘাটে আসেন। এর এক বিশেষ আকর্ষণ হল প্রসাদ অর্থাৎ ঠেকুয়া। এই জনপ্রিয় প্রসাদ নেওয়ার জন্য ছট পুজো যারা করেন তাদেরকে আগে থেকেই বলে রাখেন বহু সাধারণ মানুষজন। আগে এই পুজো কেবলমাত্র বিহারী এবং মারোয়ারী সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ থাকলেও এখন তাতে বাঙালিরা স্বতঃস্ফূর্তভাবে যোগদান করছেন।
বুনিয়াদপুর পুরসভার পক্ষ থেকে পুণ্যার্থীদের সুবিধার জন্য প্যান্ডেল এবং লাইটের ব্যবস্থা করা হয়েছে নদীর তীরে। কোনরকম অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য পর্যাপ্ত পরিমাণে পুলিশ এবং পুরসভার কর্মীরা ঘাটে মোতায়েন রয়েছেন। রাতে যাতে আলোর কোনরকম অসুবিধা না হয় সেই জন্য ঘাটে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয়েছে স্থানীয় প্রশাসনের তরফ থেকে।