পূর্ব মেদিনীপুর, ১৪ অক্টোবর: মহালয়ার এই পূণ্য তিথিতে রাজ্যবাসীকে শ্রদ্ধা ও শুভেচ্ছা জ্ঞাপনের উদ্দেশ্যে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কাঁথি ভবতারিণী মন্দির থেকে একটি পদযাত্রা শুরু করেন। পদযাত্রার সমাপ্তিস্থল ছিল কাঁথি রামকৃষ্ণ মিশন। বিবেকানন্দের মর্মর মূর্তিতে পূষ্পার্ঘ্য নিবেদন করে মিশনের মহারাজগনের সঙ্গে মিলিত হন তিনি এবং রামকৃষ্ণ পরমহংসদেব ও সারদা দেবীর চরণে পূষ্প নিবেদন করেন।
এই পদযাত্রায় বিরোধী শুভেন্দু অধিকারী মহাশয়ের সঙ্গে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টি কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি এবং দক্ষিণ কাঁথি বিধানসভার বিধায়ক অরূপ কুমার দাস, জেলা সাধারণ সম্পাদক চন্দ্রশেখর মন্ডল, জেলা মহিলা মোর্চার সভানেত্রী ঘনশ্যামলা দাস সহ দলীয় কার্যকর্তাগন।