October 31, 2025
দেশ

মহারাষ্ট্র সরকারের নিয়ন্ত্রণ শিন্ডে ও বিজেপির হাতেই থাকবে, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

ফাইল চিত্র

নতুন দিল্লি, ১১ মে: ফের ধাক্কা খেলেন উদ্ধব থ্যাকারে। উদ্ধবের ইস্তফা নিয়ে অবশেষে কংগ্রেস ও এনসিপি-র বিরোধিতার সিদ্ধান্তই মান্যতা পেল। তড়িঘড়ি করে প্রাক্তন শিবসেনা প্রধান উদ্ধব থ্যাকারের ইস্তফার সিদ্ধান্ত যে ভুল ছিল, তা আজ প্রমাণিত হল। শরিক দলের সঙ্গে আলোচনা না করে পদ ছাড়াটা উচিত হয়নি বলে মনে করে এনসিপি।

শিব সেনার নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, কে পাবেন মহারাষ্ট্র সরকারের নিয়ন্ত্রণ, এইসব রায় শোনাতে গিয়ে সুপ্রিম কোর্ট আজ দ্বর্থহীনভাবে জানিয়ে দিল পুরো প্রক্রিয়াটি সাংবিধানিকভাবে হয়েছে। ফ্লোর টেস্টে না গিয়ে মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিতেই পরিস্থিতি অন্য পথে মোড় নিয়েছে। সেজন্য প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন সাংবিধানিক বেঞ্চ রায়ে জানিয়ে দিল, আগের অবস্থায় মহারাষ্ট্র সরকারের শাসন ক্ষমতা আর ফিরিয়ে আনা সম্ভব নয়। আপাতত মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে থাকবেন একনাথ শিন্ডেই। কারণ সম্পূর্ণ প্রক্রিয়াটি সাংবিধানিক নিয়ম মেনেই হয়েছে।

যদিও দেশের সর্বোচ্চ আদালত এবিষয়ে রাজ্যপালের ভূমিকা নিয়ে সমালোচনা করেছে। তাঁকে রাজনীতিতে জড়িয়ে পড়ার নিন্দা করেছে আদালত। দেশের শীর্ষ আদালতের মতে, উদ্ধব থ্যাকারেকে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের সময় দেওয়া উচিত ছিল। সেই সুযোগ না দিয়ে ফ্লোর টেস্টের অনুমতি দেওয়াটা সংবিধান বহিৰ্ভূত। এছাড়া চিফ হুইপ বদলের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছে সাংবিধানিক বেঞ্চ। এই মামলাটি বৃহত্তর বেঞ্চে স্থানান্তরিত হতে চলেছে।

Related posts

Leave a Comment