April 15, 2025
দেশ

মহারাষ্ট্রে ফের ক্ষমতায় বিজেপি, ঝাড়খণ্ডে ফের ইন্ডিয়া জোট

দুই রাজ্যের বিধানসভা নির্বাচনে মহারাষ্ট্রে বিপুলভাবে জয়লাভ করল বিজেপি জোট। প্রায় ২১৯টি আসনে জয়লাভ করতে চলেছে তারা। ২৮৮ আসন বিশিষ্ট মহারাষ্ট্র বিধানসভায় বিজেপি জোট ২১৯টি আসনে জয়লাভ করতে চললেও কংগ্রেস নেতৃত্বাধীন অন্যান্য দলের ইন্ডিয়া জোট মাত্র ৫৭টি আসনে জয়লাভ করতে পারে মনে করা হচ্ছে।

কিন্তু ঝাড়খণ্ডে ফের ক্ষমতায় ফিরে এলো হেমন্ত সোরেনের জেএমএম ও তার শরিক রাজনৈতিক দলগুলির ইন্ডিয়া জোট। ৮১ আসন বিশিষ্ট ঝাড়খন্ড বিধানসভায় প্রায় ৫০টি আসনে জয়লাভ করতে চলেছে ইন্ডিয়া জোট। তুলনায় বিজেপি এখানে মাত্র ২৯টি আসনে জয়লাভ করতে পারে।

এদিকে পশ্চিমবঙ্গের উপনির্বাচনে ৬টি আসনেই জয়লাভ করল তৃণমূল কংগ্রেস। ফলে বিজেপির দখলে থাকা মাদারিহাট বিধানসভাও হাতছাড়া হয়ে গেল। অন্যদিকে ওয়েনাড় লোকসভার উপনির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে প্রথমবার সাংসদ হলেন প্রিয়াঙ্কা গান্ধী।

Related posts

Leave a Comment