নাগপুর: মহারাষ্ট্রে আচমকা ভেঙে পড়ল রেলের একটি ফুট ওভার ব্রিজ। ঘটনায় গুরুতর জখম হয়েছেন ৪ জন। তাঁরা বর্তমানে চন্দ্রপুর সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এছাড়াও অল্প বিস্তর চোট পেয়েছেন আরও বেশ কয়েকজন। রবিবার বিকেল বেলায় বল্লারশাহ রেলস্টেশনে এই ঘটনাটি ঘটে।
জানা গিয়েছে, বল্লারশাহ রেলস্টেশন চন্দরপুর জেলার অন্তর্গত। স্টেশনের এক ও চার নম্বর প্ল্যাটফর্মে যাতায়াতের জন্য এই ফুট ওভার ব্রিজটি ব্যবহার করা হয়। এদিন পুনেগামী একটি ট্রেন ধরতে প্রচুর যাত্রী ব্রিজে উঠে পড়েন। কিন্তু সেতুটির ঠিকমতো রক্ষণাবেক্ষণ না হওয়ায় যাত্রীদের চাপে সিমেন্টের পাটাতন আংশিকভাবে ভেঙে পড়ে। ফলে সেই পাটাতনে দাঁড়িয়ে থাকা চারজন যাত্রী রেল লাইনে পড়ে যান। সেসময় রেল লাইনে কোনও ট্রেন না থাকায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে যান ওই যাত্রীরা।
যদিও ৬০ ফুট উচ্চতা থেকে পড়ে যাওয়ায় চার জনের অবস্থা খুবই আশঙ্কাজনক। এই দুর্ঘটনায় আহতদের ক্ষতিপূরণ ঘোষণা করেছে রেল কর্তৃপক্ষ। গুরুতর জখমদের ১ লক্ষ ও অল্প চোট পাওয়া ব্যক্তিদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ ধার্য করা হয়েছে। এদিকে স্থানীয় যাত্রীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে জরাজীর্ণ সেতুটি মেরামতির দাবি তোলা হলেও কোনও ভ্রূক্ষেপ করেনি রেল কর্তৃপক্ষ।
previous post
next post