বীরভূম: বীরভূমের মহম্মদ বাজার থানার পুলিশ গতকাল সোমবার নাকা চেকিং চালানোর সময় হরিণ সিঙ্গা কাঠপাহাড়ি বর্ডার এলাকায় তিনজন অভিযুক্তকে গ্রেফতার করে। পুলিশের তরফ থেকে নাকা চেকিং চালানোর সময় তাদের থেকে দুটি হাতির দাঁত উদ্ধার করা হয়। এই হাতির দাঁত তারা পাচার করছিল বলে জানা গিয়েছে। তবে কোথা থেকে তা সংগ্রহ করে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে।
অভিযুক্ত তিনজনের মধ্যে একজন মহেশ কুমার রায়, দ্বিতীয় জন সারু সেখ এবং তৃতীয় জন রাজেশ শেখ। এদের মধ্যে মহেশ কুমার রায়ের বাড়ি রানীশ্বর। বাকি দুই জনের বাড়ি মহম্মদ বাজার থানা এলাকায় । ধৃত তিনজনের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইন এবং আই পি সি আইন অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।
previous post
next post