22 C
Kolkata
December 25, 2024
বিদেশ

মস্কোতে হামলা চালাচ্ছে রাশিয়ার ওয়াগনার বাহিনী

মস্কো: ওয়াগনার বাহিনীর হামলায় ভয়াবহ পরিস্থিতি হতে চলেছে মস্কো শহরে। কিছুদিন আগে রাশিয়ার ভাড়াটে সেনা ওয়াগনারকে ‘বহুজাতিক অপরাধী সংগঠন’ ঘোষণা করে যুক্তরাষ্ট্র। এবার সেই সংগঠন প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করল। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের বিরুদ্ধে সরাসরি অভিযোগ এনেছেন এই সেনা বাহিনীর প্রধান ইয়েভগেনি প্রিগোজিন। তাঁর অভিযোগ, রাশিয়ার সেনাবাহিনী ওয়াগনার বাহিনীর ওপর মিসাইল হামলা চালিয়েছে। এই ঘটনার পর রীতিমতো ক্ষেপে গিয়েছে ওয়াগনার বাহিনী। তারা বদলা নিতে প্রস্তুত হচ্ছে বলে সূত্রের খবর। বিদ্রোহী ওয়াগনাররা রাজধানী মস্কোতে হামলা চালাতে চলেছে। ইতিমধ্যে বাহিনী মস্কোর উদ্দেশ্যে রওনা দিয়ে রেস্তোভ শহরে পৌঁছে গিয়েছে। দক্ষিণ রাশিয়ার যে অঞ্চল থেকে ইউক্রেন যুদ্ধের রণনীতি তৈরি করা হত, সেই অঞ্চলই নাকি এবার হাতছাড়া হয়ে গিয়েছে ক্রেমলিনের। পরিস্থিতি সামাল দিতে তৎপর হয়ে উঠেছে রাশিয়ার প্রশাসন।

সূত্রের খবর, হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তাবিষয়ক মুখপাত্র জন কিরবি স্থানীয় সময় শুক্রবার বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ ও ব্যবসায়ী ইয়েভজেনি প্রিগোজিনের নিয়ন্ত্রণাধীন ওয়াগনারের প্রায় ৫০ হাজার যোদ্ধা রয়েছে, যাদের ৮০ শতাংশকে আনা হয়েছে রাশিয়ার বিভিন্ন কারাগার থেকে। বাইডেন প্রশাসনের গুরুত্বপূর্ণ এ কর্মকর্তা বলেন, ওয়াগনার অপরাধী সংগঠন, যেটি ব্যাপক হারে নৃশংসতা চালানোর পাশাপাশি মানবাধিকার লঙ্ঘন করছে। তিনি বলেন, ‘ওয়াগনারকে সহায়তাকারীদের শনাক্ত, প্রতিহত, উন্মোচন ও লক্ষ্যবস্তু বানাতে আমরা নিরলসভাবে কাজ করে যাব।’

Related posts

Leave a Comment