কলকাতা, ৭ সেপ্টেম্বর: সাত সকালেই সিবিআই তল্লাশি রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকের বাড়িতে। কয়লা পাচার কাণ্ডে তিনটি দলে ভাগ হয়ে তল্লাশি চালায় মন্ত্রীর আসানসোলের তিনটি বাড়িতে। বাড়িগুলি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। জানা গিয়েছে, আপকার গার্ডেন ও চেলিডাঙ্গায় এই দুই বাড়ি। এই বাড়ি দুটি ঘিরে রেখে তদন্ত চালায় কেন্দ্রীয় বাহিনী।
এছাড়া মন্ত্রীর আরও একটি বাড়ি রয়েছে আপকার গার্ডেন ওয়েস্টে। যে বাড়িতে গত বিধানসভা নির্বাচনের সময় ছিলেন অভিনেত্রী তথা তৃণমূল নেত্রী সায়নী ঘোষ। তিনি সে সময় এই বাড়িটি ভাড়া নিয়েছিলেন বলে তৃণমূল সূত্রের খবর। সেই বাড়িটিকেও ঘিরে ফেলে কেন্দ্রীয় তদন্তকারী দল সিবিআই। যদিও এদিন আসানসোলের বাড়িতে ছিলেন না মন্ত্রী মলয় ঘটক।
এদিকে কয়লা পাচার কাণ্ডে মন্ত্রীকে তলব করেছে ইডি। আগামী ১৪ সেপ্টেম্বর তাঁর এই হাজিরার দিন ধার্য করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এর আগে জুলাই মাসেই তাঁকে তলব করা হয়। কিন্তু সেসময় ইডি দপ্তরে হাজিরা দেননি তিনি। সেজন্য ফের তাঁকে তলব করল এই কেন্দ্রীয় তদন্তকারী দল।