19 C
Kolkata
December 23, 2024
রাজ্য

মর্মান্তিক দুর্ঘটনা, তিস্তায় ভেসে আসা মর্টারশেল নিয়ে খেলতে গিয়ে বিপত্তি, বিস্ফোরণে মৃত ১

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি: মর্মান্তিক দুর্ঘটনা। তিস্তায় ভেসে আসা মর্টারশেল নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণে এক শিশুর মৃত্যু। জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম আইনুর আলম, বয়স ৭ বছর। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার ক্রান্তির অন্তর্গত চাঁপাডাঙ্গা এলাকায়। এই বিষয়ে স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত শিশুর পরিবারের এক সদস্য তিস্তা নদীতে মাছ ধরতে যান। তিনি তিস্তায় ভেসে আসা মর্টারশেল উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। তারপর সেটিকে পরিষ্কার করে খেলাধুলা করছিল আইনুর সহ আরও অনেকেই। সেই সময় আচমকা বিস্ফোরণ ঘটে। মৃত্যু হয় একজনের। ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রসঙ্গত হড়পা বানে সিকিমের একটি সেনা ছাউনি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ২৩ জন সেনা জওয়ান নিখোঁজ হন। ভেসে যায় সেনাবাহিনীর গাড়ি, গোলাবারুদ ,মর্টারশেল। ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী কুচলিবাড়িতে ইতিমধ্যেই তিস্তা থেকে ভেসে আসা দুই সেনা জওয়ানের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। তিস্তার বিভিন্ন এলাকা থেকে ভেসে আসা মর্টারশেল পাওয়া গিয়েছে। সেনাকর্তারা বার বার সতর্ক করেছিলেন তিস্তায় ভেসে যাওয়া মর্টারশেল ও গোলাবারুদ সম্পর্কে। কিন্তু সেনা কর্তাদের সেই সচেতন বার্তা না শোনবার কারণেই এই বিপত্তি।

Related posts

Leave a Comment