দীননাথ চক্রবর্তী
কেন আমি নিইনি কুড়ায়ে
সুরে রাগে গানে গানে ,
তুমি ইচ্ছে করেই দিয়েছো ছড়িয়ে
আমার চলার পথে নীরবে ভরিয়ে
কুড়ায়ে ভরি যাতে গোপনে গোপনে
শূন্য ব্যথা যত বিহনে।
ব্যর্থ হয়েছে কত পলাশ ফাগুন
রাঙেনি হৃদয় মন ,
ঝড়েছে কত শূন্য সময়
জোছন পারেনি ভরাতে হৃদয়
বুঝিনি ছড়ায়ে দিলে গোপনে
শূন্য ব্যথা যত বিহনে ।
তোমার দেওয়া হেলায় হেলে
আজ শুধু হাহাকার .
রাঙিয়ে ফেরার বদলে শুধু
অশ্রুজলে রচি ধূ ধূ
মরুতৃষা বাণে বাণে
শূন্য ব্যথা যত বিহনে।