23 C
Kolkata
December 23, 2024
দেশ

মরভির ঝুলন্ত ব্রিজ ছিঁড়ে মৃত ৬০, আহত বহু

মরভি, ৩০ অক্টোবর: রবিবার সন্ধ্যায় একটি ব্রিজ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা ঘটল গুজরাটে। এই রাজ্যের মরভিতে একটি ব্রিজ ভেঙে এখনও পর্যন্ত ৬০ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। আহত ১৭ জন হাসপাতালে চিকিৎসাধীন। ব্রিজের তলায় এখনও প্রায় ১০০ জন মানুষ আটকে রয়েছে বলে অনুমান করা হচ্ছে। তাদের উদ্ধার কাজ চালাচ্ছে বির্পযয় মোকাবিলা বাহিনী ও স্থানীয় বাসিন্দারা। জানা গিয়েছে, দুর্ঘটনার সময় কয়েকশ মানুষ ব্রিজের উপরে দাঁড়িয়ে ছিলেন। সে সময় আচমকা এই ব্রিজটি ভেঙে পড়ে। এই ঘটনায় মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ ঘোষণা করেছে গুজরাট সরকার। সেজন্য মাথা পিছু দুই লক্ষ টাকা করে দেওয়া হবে বলে জানা গিয়েছে। ইতিমধ্যে এই ঘটনায় গভীরভাবে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জানা গিয়েছে, রবিবার দেওয়ালি পরবর্তী ছুটির দিন হওয়ায় দর্শনীয় স্থান মরভি ব্রিজে কয়েকশো দর্শকের সমাগম হয়। কিন্তু, কেবলের সাহায্যে ঝুলন্ত এই সেতুতে বহন ক্ষমতার চেয়ে অত্যধিক মানুষ ভিড় করেন। ফলে তাদের ভার রাখতে না পেরে ব্রিজের কেবল ছিঁড়ে দুর্ঘটনাটি ঘটে।

Related posts

Leave a Comment