কাতার: শনিবার বিশ্বকাপে তৃতীয় স্থান নির্ধারণ ম্যাচে মরক্কো-ক্রোয়েশিয়ার মধ্যে ছিল হাড্ডাহাড্ডি লড়াই। দু’দলই ছিল মরিয়া।
কাতার বিশ্বকাপে সেমিফাইনালে পৌঁছে ইতিহাস গড়েছে আফ্রিকান মরক্কো। আফ্রিকার প্রথম দেশ হিসেবে সেমিফাইনালে পৌঁছায় তারা। অন্যদিকে ক্রোয়েশিয়ার স্বপ্নভঙ্গ। সেমিফাইনালে আর্জেন্তিনার কাছে হেরে বিদায় নিতে হল।
বিশ্বকাপে তৃতীয় স্থান নির্ধারণের ম্যাচ যে গুরুত্বহীন নয়, তা এবার বুঝিয়ে দিল মরক্কো–ক্রোয়েশিয়া ম্যাচ। তৃতীয় স্থান পেতে মরিয়া ছিল আফ্রিকার দেশ মরক্কো। অন্যদিকে, ক্রোয়েশিয়া এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ। এই পরিস্থিতিতে তৃতীয় স্থান নির্ধারণের ম্যাচে ছিল হাড্ডাহাড্ডি লড়াই।
ম্যাচে ৫০ শতাংশ বলের দখল ছিল ক্রোয়েশিয়ার পায়ে। ৯টি কার্যকর আক্রমণ শানিয়ে গোলপোস্টের দিকে শট নিয়েছিল তারা। তার মধ্যে চারটি ছিল অন টার্গেটে। যেখান থেকে পেয়েছে দুটি গোল। অন্যদিকে মরক্কোর ৭ শটের মধ্যে অন টার্গেটে দুটি শট নিয়েছিল। তার থেকে একটি গোল পরিশোধ করেছে মরক্কো।
শেষ পর্যন্ত মরক্কোকে ২–১ ব্যবধানে হারিয়ে তৃতীয় স্থান পেল ক্রোয়েশিয়া।
previous post