ময়নাগুড়ি, ৭ই আগস্ট: সোমবার ময়নাগুড়ি থানা চত্বরের একটি ঘর থেকে ৬ ফুট লম্বা একটি দাঁড়াশ সাপ উদ্ধার করল ময়নাগুড়ি রোড পরিবেশ সংগঠনের সদস্যরা। সোমবার সকালে থানায় কর্মরত সিভিক ভলেন্টিয়াররা দুটি সাপ দেখতে পায়। একটি জঙ্গলে চলে যায় এবং অপরটি একটি ঘরে ঢুকে পড়ে। এমত অবস্থায় ময়নাগুড়ি রোড পরিবেশ সংগঠনের সদস্যদের খবর দিলে তাঁরা এসে সাপটিকে থেকে উদ্ধার করে। পরে সাপটিকে পার্শ্ববর্তী জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানান ময়নাগুড়ি রোড পরিবেশপ্রেমী সংগঠনের সদস্য নন্দু রায়।
previous post