সংবাদ কলকাতা: এবার পঞ্চায়েত ভোটের টিকিট বিলি করবেন দলনেত্রী স্বয়ং মমতা ব্যানার্জি। পশ্চিম মেদিনীপুরের কেশপুরের এক জনসভা থেকে এমনই সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। তাঁর বক্তব্য অনুযায়ী এবার পঞ্চায়েত ভোটের প্রার্থী কোনও জেলা সভাপতি, ব্লক সভাপতি বা প্রাক্তন সভাপতি নির্বাচন করবেন না। এবার মানুষ যাকে সার্টিফিকেট দেবে সেই হবে পঞ্চায়েত ভোটের প্রার্থী।
এদিন অভিষেক বলেন, ‘যাকে মানুষ সার্টিফিকেট দেবে, সেই তৃণমূলের প্রার্থী হবে। কোনও দাদার তল্পিবাহক হয়ে টিকিট পাওয়া যাবে না। আগামী পাঁচ বছর যাঁরা মাথানত করে মানুষের জন্য কাজ করবে, তাঁরাই পঞ্চায়েত ভোটে দাঁড়াবে। আর যাঁরা ভেবেছেন প্রার্থী হয়ে মানুষের কাজ করব না, যা ইচ্ছা তাই করে বেড়াব, তাঁদের বিরুদ্ধে যা পদক্ষেপ গ্রহণ করার তা পার্টি ইতিমধ্যেই শুরু করে দিয়েছে। ঘাটাল লোকসভা এবং মেদিনীপুর লোকসভা দুটোতেই তিন লক্ষের ব্যবধানে তৃণমূল প্রার্থীদের জিতিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্তিশালী করতে হবে।’
তিনি আরও জানান, ‘যাঁরা ভাবছেন তৃণমূলকে ভুল বুঝিয়ে নির্বাচনের সময় এক কাজ করব, আর নির্বাচনের পরে আবার জামা পাল্টে তৃণমূল হয়ে তৃণমূলের চোখে ধুলো দিয়ে, মানুষকে বিভ্রান্ত করে স্বার্থ চরিতার্থ করতে যা ইচ্ছে তাই করে বেড়াব। তাঁদের বলব, সবার উপরে একটা অদৃশ্য চোখ আছে। নজর কিন্তু আমি রাখছি। কে কোথায় কী কাজ করছেন, সব আমি খবর রাখছি।’
তবে অভিষেকের এদিনের এই বক্তব্য নিয়ে রীতিমতো সরব হয়েছে বিরোধী পক্ষ। তাঁদের বক্তব্য, মানুষের কাছে তৃণমূলের আর গ্রহণ যোগ্যতা নেই। এখন অভিষেক ব্যানার্জি যতই ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করুক, মানুষ এবার দলটাকে তুলে বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলে দেবে।
previous post