বিশেষ সংবাদদাতা, নামখানা: রাজ্যে নেই উন্নয়ন, চলছে একের পর এক দুর্নীতি। রেশন থেকে চাকরি, সর্বত্রই দুর্নীতির দায়ে একের পর নেতা মন্ত্রীরা শ্রীঘরে যাচ্ছেন। এবার তার মধ্যেই মমতা ও অভিষেকের নামে গরীব মানুষের কাছ থেকে তোলা আদায়। এই তোলা আদায়ের অভিযোগ শাসকদল তৃণমূলের বিরুদ্ধে। নামখানার রাধানগর গ্রামের গরিব ব্যবসায়ীর কপালে জোটেনি আবাস যোজনার ঘর। অসুস্থ স্ত্রীর চিকিৎসার জন্য তাঁর একমাত্র সম্বল দোকানটি বিক্রি করে দেন। সেজন্য তৃণমূলের দলীয় তহবিলে দিতে হয়েছে ৭ হাজার টাকা চাঁদা!
জানা গিয়েছে, রীতিমতো বিল বই ছাপিয়ে চলছে এই তোলা আদায়! বিল বইয়ে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি! তৃণমূলের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ জানিয়েছেন নামখানার ওই ব্যবসায়ী। তাঁর অভিযোগ, ২ লক্ষ ৪০ হাজার টাকায় দোকান বিক্রি করায় তৃণমূলের তহবিলে তাঁকে দিতে হয়েছে ৭ হাজার টাকা। ঘটনার কথা স্বীকার করে তৃণমূল ব্লক নেতৃত্বের দাবি, গ্রামের বুথ সভাপতি ও তৃণমূল পঞ্চায়েত সদস্যের ভাইকে শো-কজ করা হয়েছে।