সংবাদ কলকাতা: রাজ্যসভার সদস্য নির্বাচনে চার সদস্যকে প্রার্থী করার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বনগাঁয় বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বকে কাজে লাগিয়ে মতুয়া ভোট টানতে মমতাবালাকেও প্রার্থী করা হয়েছে। মমতাবালা ছাড়াও বাকি তিনজন হলেন সুস্মিতা দেব, সাংবাদিক সাগরিকা ঘোষ ও নাদিমুল হক। উর্দু কাগজের সম্পাদক নাদিমুল এই নিয়ে তৃতীয় বার রাজ্যসভার সদস্য হবেন। পাশাপাশি এবার তিনজনকে রাজ্যসভার সাংসদ পদে মনোনয়ন দেননি মমতা। এই তিনজন হলেন শান্তনু সেন, শুভাশীষ চক্রবর্তী ও আবিররঞ্জন বিশ্বাস।
next post