সংবাদ কলকাতা: আমরা ক্ষমতায় এলে ‘মিথ্যাশ্রী’ পুরস্কার দেব মমতাকে। আজ সিঙ্গুরের বড়া হাওয়াখানা এলাকা থেকে এমনই কড়া ভাষায় মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী কোনও কথায় সত্যি বলেন না। তাই বিজেপি ক্ষমতায় এলে মুখ্যমন্ত্রীকে ‘মিথ্যাশ্রী’ দেওয়া হবে।
এছাড়াও, বর্তমান পরিস্থিতিতে মুকুল রায়কে নিয়েও একপ্রস্থ সরব হন শুভেন্দু।
previous post
next post