24 C
Kolkata
April 17, 2025
রাজ্য

মন্দারমণির সৈকতে তরুণীর মৃতদেহ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, কাঁথি: পূর্ব মেদিনীপুরে সমুদ্রসৈকতে তরুণীর অর্ধনগ্ন দেহ উদ্ধার। ঘটনাটি ঘটেছে মন্দারমণি সংলগ্ন জলধা এলাকায়। আজ, সোমবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গিয়েছে, সমুদ্র সৈকতের পাথরের ওপর ওই তরুণীর নিথর দেহ পড়েছিল। তাঁর দেহে ক্ষত চিহ্ন পাওয়া গিয়েছে। খবর পেয়ে কোস্টাল থানার পুলিস দেহটি উদ্ধার করে। ওই তরুণীর এখনও অবধি পরিচয় জানা যায়নি। তবে তিনি ওই এলাকার বাসিন্দা নন বলে জানা গিয়েছে। স্থানীয় বাসিন্দাদের ধারণা, মৃত দেহটি বাইরে থেকে এনে এখানে ফেলেছে দুষ্কৃতীরা। প্রথমে দেহটি স্থানীয় বাসিন্দাদের নজরে আসে। তাঁরা স্থানীয় থানায় খবর দেন।

এদিকে পুলিসের প্রাথমিক অনুমান, ওই তরুণীকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। তবে মৃতদেহটি ময়না তদন্তে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ইতিমধ্যে পুলিস ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। তরুণীর পরিচয় জানতে পূর্ব মেদিনীপুর সহ বিভিন্ন থানাকে সজাগ করা হয়েছে। পাশাপাশি, সমুদ্র সৈকতে ঘটনাটি ঘটায় পার্শ্ববর্তী রাজ্য ওড়িশার একাধিক থানাকেও খবর দেওয়া হয়েছে।

Related posts

Leave a Comment