37 C
Kolkata
April 5, 2025
রাজ্য

মনোনয়নে নথি বিকৃতি নিয়ে সিবিআই তদন্ত খারিজ হয়ে গেল হাইকোর্টে

সংবাদ কলকাতা, ২৭ জুন: অবশেষে পঞ্চায়েত ভোট মনোনয়নে নথি বিকৃতি নিয়ে সিবিআই তদন্ত খারিজ হয়ে গেল। সোমবার হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ খারিজ করে দিল। পরিবর্তে রাজ্য পুলিশের নেতৃত্বে এই তদন্ত চালানো হবে বলে জানা গিয়েছে। অবসরপ্রাপ্ত বিচারপতি দেবীপ্রসাদ দে’র নজরদারিতে এই তদন্ত চালাবে পুলিশ।
প্রসঙ্গত ঘটনাটি হাওড়া জেলার। এখানকার উলুবেড়িয়া-১ নম্বর ব্লকের বাহিরা-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের দু’টি পৃথক আসনে সিপিএম প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছিলেন কাশ্মীরা বিবি এবং তনুজা বেগম মল্লিক নামে দুই প্রার্থী। নির্দিষ্ট সময়ে মনোনয়ন দাখিল হলেও দেখা যায়, স্ক্রুটিনির পর তালিকা থেকে তাঁদের নাম বাদ দেওয়া হয়েছে। অভিযোগ, নির্ধারিত সময়ের মধ্যে তাঁরা জাতিগত শংসাপত্র জমা করলেও তা নথিভুক্ত করেননি বিডিও। বিষয়টি বিডিওকে জানানোর পরও কোনও লাভ হয়নি। বরং নির্বাচনী নথি বিকৃত করার অভিযোগ ওঠে এখানকার উলুবেড়িয়া-১ নং ব্লকের বিডিওর বিরুদ্ধে। সম্পূর্ণ অসাধু উদ্দেশ্যে এই নথি বিকৃত করা হয়েছে বলে অভিযোগ তোলেন দুই মহিলা প্রার্থী কাশ্মীরা বিবি এবং তনুজা বেগম মল্লিক। মামলাটি আদালতে শুনানির পর বিচারপতি অমৃতা সিনহা বিডিও নীলাদ্রিশেখর দে’র বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দেন। বিষয়টি নিয়ে মুখ পুড়ছে বুঝতে পেরে নির্দেশটি চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য নির্বাচন কমিশন ও রাজ্য সরকার।

Related posts

Leave a Comment