25 C
Kolkata
November 2, 2025
দেশ

মধ্যপ্রদেশ ও রাজস্থানে ভেঙে পড়ল তিনটি বিমান, মৃত ১

ইন্দোর ও গোয়ালিয়র : একই দিনে মধ্যপ্রদেশে দুটি ও রাজস্থানে একটি যুদ্ধবিমান ভেঙে পড়ার ঘটনা ঘটল। মধ্যপ্রদেশের ঘটনাটি ঘটেছে মোরেনা এলাকায়। ওই বিমান দুটি হল সুখোই-৩০ ও মিরাজ-২০০০। মুখোমুখি সংঘর্ষের ফলে এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনাগ্রস্ত বিমান দুটি ঘটনাস্থলেই ভেঙে পড়ে। বিমান দুটি অনুশীলনের জন্য গোয়ালিয়র বিমান ঘাঁটি থেকে রওনা হয় বলে জানা গিয়েছে।

বায়ুসেনার উদ্ধারকারী দল দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ চালায়। দুর্ঘটনার সময় সুখোই বিমানটিতে থাকা ২ জন পাইলটকে উদ্ধার করা হয়েছে। তাঁরা স্থানীয় সেনা হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদিকে মিরাজে ১ জন পাইলট ছিলেন। এই দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়েছে বলে সূত্রে খবর। সংঘর্ষের কারণ খতিয়ে দেখা হচ্ছে। এদিকে মোরেনা থেকে ১০০ কিমি দূরে রাজস্থানের ভরতপুরে অন্য একটি বিমান ভেঙে পড়েছে বলে জানা গিয়েছে। সেখানে উদ্ধার কাজ চলছে।

Related posts

Leave a Comment